আজকের পোস্টে আমরা আলোচনা করবো https -এর পূর্নরুপ কি এবং http ও https এর মধ্যে পার্থক্য সম্পর্কে। https -এর পূর্নরুপ হচ্ছে Hyper Text Transfer Protocol Secure. আর http এর পূর্ণরুপ হচ্ছে Hyper Text Transfer Protocol.
http ও https এর মধ্যে পার্থক্য
http এর পূর্ণরুপ হলো Hyper Text Transfer Protocol এবং https এর পূর্নরুপ হলো Hyper Text Transfer Protocol Secure অর্থাৎ https কে http এর Secure Version বলা হয়। অতএব HTTPS এর শেষে ‘S’ দ্বারা বোঝানো হয় যে এই ওয়েবসাইটটি SECURE বা নিরাপদ।
তাছাড়া https আপনার ব্রাউজার আর ওয়েবসাইটের মাঝে সকল যোগাযোগ Encrypt করে। যা SSL (Secure Sockect Layer) ব্যবহারের দ্বারা ব্রাউজার এবং সার্ভারের মাঝে ইনক্রিপ্টের মতো তথ্য বা ডেটা স্থানান্তর করে থাকে। যার ফলে সার্ভার এবং ব্যক্তির মাঝে যে ডেটা বা তথ্য থাকে তা অন্য কেউ জানতে পারে না। তাই কোন ব্লগ বা ওয়েবসাইট ভিজিট করার সময় URL বা লিঙ্কের শুরুতে দেখতে হবে https আছে নাকি https নেই। যদি থাকে তার মানে এই ওয়েবসাইটটি আপনার ডেটা SSL (Secure Sockect Layer) দিয়ে নিরাপদ করা আছে। আপনার ব্রাউজারের Address বারে URL এর বাম দিকে সবুজ রঙের একটি তালা আইকন দেখতে পাবেন।
আর সেই তালা আইকনে চাপ দিলে SECURE লেখা দেখা যাবে। তার মানে সেই ওয়েবসাইট SSL দ্বারা সুরক্ষিত করা আছে। আমি আশা করছি যে http এবং https এর মাঝে কি কি পার্থক্য সেটা বুঝতে পেরেছেন।